שפה: עברית
מיקום: undefined
בחר/י מדינה כדי לצפות בהעדפות תוכן בהתאם למיקום
- אין תוצאות
נראות השתמש בתצוגת המכשיר
תרגום כותרות וידאו
שמור היסטוריית צפייה
আমেরিকা যাওয়ার জন্য রওনা দিছিলাম, শুনলাম আপনি ফেসবুকে ছবি ছাড়ছেন, কিসের আমেরিকা? কিসের এয়ারপোর্ট? বিমান রেখে চলে আসলাম আপনার ছবিতে কমেন্টস করবো বলে। চাই না আমি আমেরিকা, শুধু চাই আপনি ছবি ছাড়েন আর আমি কমেন্টস করবো। অসম্ভব ভালো ছবি, এক কথায় অনবদ্য। বহুদিন পর এমন একটা ভাল ছবি দেখলাম। একাবিংশ শতাব্দীতে এ ধরনের ছবি এর আগে ফেসবুকে আসে নাই। এক কথায় অসাধারণ। শুধু যে প্রাসঙ্গিক ও সময়োপযোগী ছবি তাই নয়। একেবারে সৌন্দর্যের মূলে কুঠারাঘাত করেছে এই ছবি। তৃতীয় বিশ্বের একটি উন্নয়নশীল দেশ হিসাবে আমরা যখন সাম্রাজ্যবাদীদের চোখ রাঙ্গানো আর আমলাতান্ত্রীক জটিলতার শিকার হয়ে ক্রমশ এগিয়ে যাচ্ছি একটি অনিশ্চিত ভবিষ্যতের দিকে, ঠিক তখনই আপনার এই ছবির মাঝে আমি খুঁজে পাচ্ছি অন্ধকার ঠেলে সামনে যাওয়ার একটি উজ্জ্বল সম্ভাবনা। আপনার এই ছবি হতে পারে (আই এস) এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অনুপ্রেরণা, হতে পারে 2027 সালের বিশ্বকাপ জেতার অনুপ্রেরণা, এই ছবি হতে পারে 2050 সালের লায়লি মজনুর প্রেমের কারন, আপনার এই ছবি হতে পারে বাংলাদেশের প্রথম অস্কার বিজয়ী ছবির অনুপ্রেরণা। আপনার এই ছবি যেকোন পরিস্থিতিকে নিমিষেই পাল্টে দিতে পারে। এই ছবি দেখে একজন ক্ষু্ধার্ত ব্যাক্তি সারাদিন না খেয়ে থাকার যন্ত্রনা ভুলে থাকতে পারে। সৌন্দর্য দেখার জন্য আর বেশি দুর যাওয়া লাগবে না, আপনার এই ছবি দেখেই অনুধাবন করলাম। আমার ধারণা পৃথিবীর সব সমালোচকদের একত্রে করলেও এই ছবির ভুল খুঁজে পাওয়া যাবে না। বেশি কিছু বলব না, কারন আমি বেশি বলা পছন্দ করি না, আবেগে চোখে পানি চলে আসছে। তারপরেও একথা না বললেই নয়, ইহা আসলেই একটি দু্দার্ন্ত ছবি। এমন পোস্ট জাতি আগে দেখে নাই। সবশেষে আমি বলতে চাই, ছবিটি তুলতে ক্যামেরার অসাধারণ ব্যবহার হয়েছে। মডেলদের হিংসার কারন হবে এই ছবি। সবশেষে ধন্যবাদ দিতে চাই মার্ক জাকারবার্গকে। কারন, তিনি যদি ফেসবুক আবিষ্কার না করতেন তাহলে এমন ছবি জাতি কখনও দেখতে পেত না, আর আমারও আপনার ছবিতে এই ছোট্ট করে কমেন্টস করা হত না। আপনার Facebook Fan রা এমন ছবি আরো দেখতে চায়.....!
השב